বাপা জামালপুর জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
July 03, 2025
জামালপুর, ২ জুলাই ২০২৫:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখার উদ্যোগে আজ বুধবার এসপিকে হলরুমে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা।
সভায় সভাপতিত্ব করেন বাপা জেলা শাখার সহ-সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান খান। সভায় বাপার কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও, সভাটি তাঁর নেতৃত্বের ধারাবাহিকতায় প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।
সভায় উপস্থিত ছিলেন বাপার প্রধান উপদেষ্টা জনাব এম.এইচ. মজনু মোল্লা, জনাব মোঃ শরিফুল ইসলাম আজাদ খান, সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ ও জেলা শাখার সকল স্তরের সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী এবং বাপা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ এনামুল হক।
কেন্দ্রীয় পর্যায় থেকে সভায় উপস্থিত ছিলেন বাপার যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব হালিম দাদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদুল হক।
সভায় জেলার পরিবেশ ইস্যু, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক শক্তিবৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সকল সদস্যবৃন্দ তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন এবং আগামী দিনের পরিবেশ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।


No comments:
Post a Comment