May 13, 2025

 ধরিত্রী রক্ষায় আমরা-ধরা Dhoritri Rokhhay Amra-DHORA's post




১৫ মার্চ ২০২৫, শনিবার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন "ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)"-এর আয়োজনে জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর পাড়ে "আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৫" উপলক্ষে মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। "আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নদী দূষণ প্রতিরোধের আহ্বান জানানো।
মানবন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: মাহবুবুর মহব্বত। সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, বিশিষ্ট কলামিস্ট মশিউল আলম বাবুল, এসডিও-এর প্রধান নির্বাহী মো: রফিকুল ইসলাম, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী আনিসুল হক, অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং বিভিন্ন এনজিও ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
বক্তারা নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নদীর দখল ও দূষণ রোধে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।
মানববন্ধন শেষে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নদীর তীর থেকে আবর্জনা পরিষ্কার করেন এবং নদীর আশপাশ পরিষ্কার রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে দি প্রাইম প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

No comments:

Post a Comment