জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত ও ৫ নারীকে সম্মাননা প্রদান
March 08, 2025
স্টাফ রিপোর্টারঃ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত ও ৫জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ রবিবার ৮ মার্চ ২০২৫ সকাল ১১ টায় সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণকেন্দ্র (এসপিকে) হলরুমে এই অনুষ্ঠান উদযাপন করা হয়।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড,জামালপুর
জেলা শাখার সভাপতি এম এইচ মজনু মোল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি
আশেক মাহমুদ কলেজের ইংরেজী বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন মুরাদ। প্রধান
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ
মোঃ আমির উদ্দিন। অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন যুগবাণী-র সভাপতি এডভোকেট মোঃ আবুল বাসার, জামালপুর হোমিও কলেজের অধ্যক্ষ
মোঃ মনিরুজ্জামান খান, বিশিষ্ট কলামিষ্ট মোঃ মশিউল আলম, নারী নেতৃত্ব ছাইদা বেগম শ্যামা,
শামীমা বেগম রুবি, মল্লিকা রাণী দাস প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এডাব জামালপুর
জেলা শাখার সভাপতি ও সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ
কেন্দ্র (এসপিকে)-র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে নারী উন্নয়ন,
বৈষম্য বিহীন নারী সমাজ গড়ে তোলার নানাবিধ
আলোচনা করা হয়। আলোচনা শেষে জিগাতলা অপরূমা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ছাইদা বেগম
শ্যামাকে সামাজিক নেতৃত্ব সম্মাননা , বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা
মোছাঃ নাছিমা আক্তারকে শিক্ষাক্ষেত্রে নারীর আলোকিত ভূমিকা সম্মাননা, ঝুমকা বাংলাদেশ
এর নির্বাহী পরিচালক শারমীন কবির বীনাকে এনজিও নেতৃত্ব সম্মাননা, সাংসকৃতিক ব্যাক্তিক্ত
ও শিক্ষিকা মানসী গোস্বামীকে সাংস্কৃতিক প্রতিভা
সম্মাননা এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী ক্লোডিয়া নকরেক কেয়াকে গণমাধ্যম সেবা সম্মাননা
প্রদান করা হয়।

No comments:
Post a Comment