আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে এডাব জামালপুর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি অর্পণ
February 21, 2025
আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এসোসিয়েসন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব)- জামালপুর জেলা শাখার উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৭:৩০ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এডাবের এই আয়োজনে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), প্রগতি কৃষি উন্নয়ন সংস্থা, জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতি, এসডিও, এবং মোজাম্মেল হক মাষ্টার পাঠাগারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনগুলোর পক্ষ থেকে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মরণে বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধা থাকবে। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।
এডাব জামালপুর জেলা শাখার এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ কার্যক্রমে সংগঠনটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
এই আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার মর্যাদা ও গৌরবের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।


No comments:
Post a Comment