Latest ACTIVITIES

মধুপুর গড়, দোখলা পিকনিক স্পটে সমাজ উন্নয়ন কেন্দ্র(এসপিকে)-এর আনন্দঘন দিন

মধুপুর গড়, দোখলা পিকনিক স্পটে সমাজ উন্নয়ন কেন্দ্র(এসপিকে)-এর আনন্দঘন দিন

January 19, 2025

 


গতকাল আমরা সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) থেকে প্রায় ৫০ জন সদস্যের একটি দল মধুপুর গড়ের দোখলা পিকনিক স্পটে একটি আনন্দঘন দিন কাটিয়েছি। আমাদের সাথে বিভিন্ন সমাজ কর্মী এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা দিনটিকে আরও অর্থবহ করে তুলেছিল।

পিকনিকটি সকাল ৯টায় শুরু হয়। অংশগ্রহণকারীরা সবাই একে অপরের সাথে পরিচিত হন। পরিচয় পর্বে সমাজ উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময়ে এনজিও প্রতিনিধিরা তাদের কর্মপদ্ধতি ও অভিজ্ঞতা ভাগ করেন।


 

পরিচয় পর্বের পর শুরু হয় বিনোদনমূলক কার্যক্রম। অংশগ্রহণকারীরা গানের প্রতিযোগিতা, নাচ এবং নানান বিনোদনমূলক কাজের সাথে যুক্ত হন।

মধুপুর গড়ের শালবন ও দোখলা পিকনিক স্পটের প্রাকৃতিক সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। চারদিকে সবুজের ছোঁয়া এবং নির্মল বাতাস পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।

এই পিকনিকটি শুধু আনন্দময় নয়, বরং অংশগ্রহণকারীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সমাজ উন্নয়নে নতুন উদ্যম সৃষ্টি করেছে। দিনটি সবার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।

No comments:

Post a Comment