Latest ACTIVITIES

জামালপুরে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করনীয় শীর্ষক আলোচনা সভা

জামালপুরে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করনীয় শীর্ষক আলোচনা সভা

December 02, 2024

 


শনিবার (১৩ জুলাই) সকালে শহরের সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ‘র হল রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিঃ সহিদ উল্লা ‘র সভাপতিত্বে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিবোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মহব্বত কবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে করনীয় বিষয়ে গুরুত্বপূন বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও চেয়াম্যান মানবতা ফোরাম এমএইচ মজনু মোল্লা, মানবাধীকার কর্মী ও পরিচালক উন্নয়ন সংঘ জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট শিক্ষাবিদ মো: আমির উদ্দিন, বাপা সহঃ সভাপতি অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জাম খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওয়াহাব, প্রাক্তন চেয়ারম্যান ও বাপা সহ: সভাপতি মাহবুবুর রহমান মহব্বত, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মো. মোখলেছুর রহমান লিখন, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, সহঃ সভাপতি (বাপা) ও তরঙ্গ মহিলা কল্যান সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, কলামিষ্ট মসিউল আলম, জিগাতলা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ছাইদা বেগম শ্যামা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক।

কি-নোট উপস্থাপন করেন- তন্ময় ফারহান জিদান।

No comments:

Post a Comment