জামালপুরে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে সিভিল সার্জনের কার্যালয় ও এসপিকে র উদ্যোগে উঠান বৈঠক
December 02, 2024
ডা. আজাদ খান, বিভাগীয় ক্রাইম রিপোর্টার ময়মনসিংহ
সিভিল সার্জন এর কার্যালয় জামালপুর ও সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ‘র উদ্দোগে, ইউনিসেফ এর সহযোগিতায় এবং সিভিল সার্জনের কার্যালয়, জামালপুর এর বাস্তবায়নে সোমবার (১৮ সেপ্টেম্বর/২৩ ইং) সকালে এসপিকে র হলরুমে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠক কার্যক্রম অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এমএইচ মজনু মোল্লা, সভাপতি, বাংলাদেশ মানবতা ফোরাম, রাশিদা ফারুকি, সভাপতি, অগ্রগামী দুস্থ মহিলা সংস্থা, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান, বাপা জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান (এসডিও) ‘র নির্বাহী পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম সরকার, রাশিদপুর বটতলা সিবিও ‘র নির্বাহী পরিচালক মুস্তাকিমা প্রমুখ।
শহরের ফুলবাড়িয়া, দড়িপাড়া, মুন্সিপাড়া, পশ্চিমপাড়া এলাকার মহিলারা উঠান বৈঠক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারাদেশ ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথি সহ সকলে ডেঙ্গু সচেতনতায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে, আতঙ্কিত না হয়ে ডেঙ্গু সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে এডিস মশার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তবেই আমাদের ডেঙ্গুর বিরুদ্ধে সফলতা অর্জন সম্ভব।
অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।

No comments:
Post a Comment